১৯৫৭ সালে ৪নং ষোলনল ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রাথমিক ভাবে উক্ত পরিষদের কোন অফিস ছিলনা।তখন নানুয়ার বাজারের একটি অস্থায়ী অফিস হতে পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হত। পরিবর্তিতে ভরাসার বাজারে একতলা বিল্ডিং নির্মান করে স্থায়ী অফিস ভবন নির্মনা করা হয়।
এই ইউনিয়নটি গোমতীর কোল ঘেসে অবস্থিত। এই ইউনিয়নের দক্ষিন পশ্চিম পাশ্র্বে গোমতী নদী অবস্থিত। এই ইউনিয়নের উত্তরে বুড়িচং এবং পীরযাত্রাপুর ইউনিয়ন, পূর্বে বাকশীমুল এবং আমড়াতলী ইউনিয়ন, দক্ষিনে দুর্গাপুর উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে ময়নামতি ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ষোলনল ইউনিয়নের যে সব চেয়ারম্যান গন এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন
১)জনাব আব্দুল খালেক চেয়ারম্যান
২) জনাব আমীর আলী চেয়ারম্যান
৩) জনাব আব্দুল ওহাব চেয়ারম্যান
৪) জনাব আব্দুল আলীম চেয়ারম্যান (দুই বার নির্বাচিত)
৫) জনাব নজরুল ইসলাম চেয়ারম্যান
৬) জনাব সফিকুর রহমান চেয়ারম্যান
৭) জনাব ফাজেল ভইয়া চেয়ারম্যান
৮) জনাব আসু ভূইয়া চেয়ারম্যান
৯) জনাব মোছলেম চেয়ারম্যান
১০) জনাব মো: বিল্লাল হোসেন (বর্তমানে দায়িত্বরত)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS